কিভাবে শিশু ও নারী ধর্ষণ হচ্ছে নারীবাদী দুষ্টচক্রের ফাঁদে
সারমর্মঃ
উগ্র নারীবাদীদের অসভ্য বেহায়াপনা পোশাক নিয়ে যৌক্তিক কথা উঠলেই তারা বলে, শিশু ও পর্দাশীল নারীরা তো অসভ্য পোশাক পড়েনি নারীবাদীদের মতো। তাহলে কেন শিশু ও পর্দাশীল নারীরা ধর্ষণ হয় ?
পুরো লিখায় মূলত এই বিষয়টা নিয়েই আলোচনা করবো যে, শিশু ও নারী পর্দায় থাকার পরেও কেনো ধর্ষণ হচ্ছে। এছাড়া আমরা বিভিন্ন ফ্যাক্টস, জরিপ নিয়ে আলোচনা করবো, কিছু যুক্তি - মনোবিজ্ঞান বুঝবো, এবং জানবো কিভাবে পুঁজিবাদ ও নারীবাদের দুষ্টচক্রের ফাঁদে জনসাধারণের জীবন বিপন্ন হচ্ছে।